২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কেকেআরের সামনে বেঙ্গালুরু এফসি । ইতিমধ্যে আসন্ন মরশুমের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে কলকাতা। দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে। তবে নতুন মরশুম শুরুর আগে দলের পুরোন মেন্টর গৌতম গম্ভীরের প্রশংসা করলেন দলের কর্ণধার শাহরুখ খান ।
আইপিএল শুরু হতে বাকি আর কয়েকদিন । ইতিমধ্যে সেই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি করে দিয়েছে ফ্রাঞ্চাইজি দল গুলি। কলকাতার নতুন মেন্টর হয়েছেন ডোয়েন ব্র্যাভো। তবে তার আগে পুরোন মেন্টরেরব প্রশংসায় শাহরুখ খান। এই নিয়ে সম্প্রতি প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে কলকাতার কর্ণধার শাহরুখ খান বলেন, “আমি কখনও ভাবি না যে, গম্ভীর আমাদের ছেড়ে গিয়েছেন। গম্ভীরের সঙ্গে আমাদের দীর্ঘদিনের মধুর সম্পর্ক। খুব কম মানুষের সঙ্গে এত ভালো বন্ধু থাকে। গম্ভীর তার মধ্যে অন্যতম। ওর প্রত্যাবর্তন খুব গুরুত্বপূর্ণ ছিল ।“
২২ মার্চ থেকে শুরু হবে ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে প্রথম ম্যাচে নাইটদের সামনে আরসিবি।
আরও পড়ুন- ‘যতদিন ধোনি খেলবেন আইপিএল-এ ততদিন ট্রফি জয় হবে না কোহলির’, বললেন প্রাক্তন এই ক্রিকেটারের
–
–
–
–
–
–
–
–





























































































































