নিজেই ঘোষণা করেছিলেন মরণোত্তর দেহদানের কথা। সেটা ছিল ২০২১ সাল। মাত্র দুবছরেই সিদ্ধান্ত থেকে সরে এলেন কবীর সুমন (Kabir Suman)। এবার ঘটা করে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন তিনি নিজের দেহ দান করতে নয়, ইসলামী রীতিতে কবরস্থ (bury) হতে চাইলেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেই সুমন জানালেন তিনি দেহ দানের অঙ্গীকার করেছিলেন। সেটা সোশ্যাল মিডিয়াতে (social media) ঘোষণাও করেছিলেন। কিন্তু তিনি দেহ দানের সিদ্ধান্ত থেকে সরে এলেন। সেই সময় দেহ দানের ঘোষণার সময় ধর্মীয় শেষকৃত্যের বিরোধিতা করেই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছিলেন।
এবার তিনি ‘অনেক ভেবে’ সিদ্ধান্ত বদলের ঘোষণা করলেন আবার সেই সোশ্যাল মিডিয়ায়। তাঁর দাবি, ‘তাঁর দেহ’ তিনি দান করবেন না। কলকাতার (Kolkata) মাটিতে, সম্ভব হলে গোবরায় তাঁর দেহ কবরস্থ (bury) করার আবেদন জানান তিনি। ‘স্বজনদের’ সেই ইচ্ছার কথা জানিয়ে যাওয়ার কথাও জানান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (social media) প্রাসঙ্গিক থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গায়ক কবীর সুমন। তাঁর সমসাময়িক শিল্পীরা অনেকেই অনেক অসুস্থতা কাটিয়ে সঙ্গীতের অলিন্দে দাপিয়ে বেড়াচ্ছেন। সেখানে গানের জগত থেকে দূরে প্রাসঙ্গিকতা হারানো সুমন সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করছেন, যা তাঁকে মুছেও ফেলতে হচ্ছে। এবার পুরোনো দেহ দানের সিদ্ধান্ত বদলের কথাও জানান তিনি।
–
–
–
–
–
–
–





























































































































