হরিণঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনা, অ্যাম্বুলেন্স-লরির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ মৃত ৩!

0
2

নদিয়ার হরিণঘাটায় অ্যাম্বুলেন্স – লরির মুখোমুখি সংঘর্ষে (Accident in Haringhata) ১২ নম্বর জাতীয় সড়কের জাগুলি মোড়ে দুর্ঘটনা। এক শিশুসহ ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত অবস্থায় চারজনকে কল্যাণীর জেএনএম হাসপাতালে (JNM Hospital) ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ঝাড়খণ্ডের পাকুড় থেকে রোগী নিয়ে অ্যাম্বুল্যান্সটি কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসা ১২ চাকার একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। পুলিশ তাঁদের JNM হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। লরিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আহত ও মৃতরা প্রত্যেকেই পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পাকুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।