দুদিন ধরে বন্ধ থাকার পর ফের পথে নামতে চলছে ৪৬ নম্বর রুটের বাস। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty) ও পরিবহন সচিবের সঙ্গে বাস মালিকদের বৈঠকের পর আপাতত বন্ধ থাকা বাস পরিষেবা (bus service) চালু হতে চলেছে। শনিবার সকাল থেকে ৪৬, ৪৬এ, ৪৬বি এই তিনটে রুট-এর সমস্ত বাস চলাচল করার আশ্বাস মিলেছে। যদিও এদিন দুপুর পর্যন্ত রাস্তায় পর্যাপ্ত সংখ্যায় এই রুটের বাস দেখা যায়নি বলে জানাচ্ছেন যাত্রীরা।
ইউনিয়নের নেতার ‘দাদাগিরি’র জেরে বাস চালক, কন্ডাক্টরদের পুজো বোনাসের টাকা নয়ছয়ের অভিযোগে বুধবার থেকে ৬৩টা বাস বন্ধ রেখেছিলেন ৪৬ রুটের বাসমালিকরা। ভোগান্তির শিকার হয়েছেন অসংখ্য যাত্রীরা। বিমানবন্দর থেকে বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায় এই বাসগুলি। কমপক্ষে কয়েক হাজার নিত্যযাত্রী এই বাসে যাতায়াত করেন। সমস্যার সমাধানে বাসমালিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহনমন্ত্রী। তিনি জানান, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































