বেহালার পর্ণশ্রী (Parnasree) এলাকায় এক ব্যবসায়ীর অফিস থেকে উদ্ধার হল ব্যবসায়ী ও তাঁর মেয়ের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। মেয়ের চিকিৎসা করতে বেরোনো বাবা ও মেয়ের মৃত্যুতে হতভম্ব শকুন্তলা পার্কের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে বেহালার পর্ণশ্রী থানার পুলিশ (Parnasree police station)।
বেহালার (Behala) শকুন্তলা পার্কো হো চি মিন সরণি এলাকার বাসিন্দা স্বজন দাস পেশায় জল পরিশোধন মেশিনের (water purifier) ব্যবসায়ী। পর্ণশ্রী এলাকায় তাঁর একটি ছোট অফিস রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তিনি মেয়েকে এসএসকেএম হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন বাড়ি থেকে। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। শেষে অনেক রাতে পর্ণশ্রীর অফিস থেকে দুজনের দেহ উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্বজন দাসের মেয়ে সৃজা দাস অটিজম (autism) আক্রান্ত। তাকে বিভিন্ন জায়গায়, এমনকি রাজ্যের বাইরেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও স্বভাবে হাসিখুশি স্বজন মেয়েকে নিয়ে কোন মানসিক চাপে ছিলেন এমনটা কেউ বুঝতে পারেননি। পরিবারের দাবি সকালে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় কোন অস্বাভাবিকতা ছিল না স্বজন দাসের।
পর্ণশ্রীর অফিসে শুক্রবার মেয়েকে নিয়ে সারাদিন ছিলেন স্বজন দাস। তবে এই দিন অফিসে আর কোনও কর্মী আসেননি। এর পরই আচমকা রাতে দেহ উদ্ধারের ঘটনায় হতবাক পর্ণশ্রী (Parnasree) অফিসের বাড়ির মালিকও। কী কারণে তাঁদের মৃত্যু হতে পারে তা নিয়ে ধন্দে পরিবার ও স্থানীয়রা। এই ঘটনা আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পণ্যশ্রী থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রাজু হয়েছে। দুজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
–
–
–
–
–
–
–





























































































































