বিজেপি শাসিত রাজ্যে নারকীয় মানিসকতার শিকার বারবার শিশু ও নাবালিকারা। মোহন যাদবের মধ্যপ্রদেশে (Madhyapradesh) বারবার কেন্দ্রীয় শিশু অধিকার কমিশনের (NCPCR) হুঁশিয়ারি সত্ত্বেও কতটা উদাসীন প্রশাসন তার প্রমাণ মিলল গোয়ালিয়রের (Gwalior) পাঁচ বছরের নাবালিকার ধর্ষণের ঘটনায়। মৃতপ্রায় নাবালিকাকে প্রাণে বাঁচাতে পারলেও এরকম নারকীয় ধর্ষণের ঘটনা তাঁরা দেখেননি বলেই দাবি করেন চিকিৎসকরা। অভিযুক্ত নাবালক গ্রেফতার হলেও বাড়তে থাকা শিশু অপরাধ নিয়ে কোনও পদক্ষেপের পথে যায়নি ডবল ইঞ্জিন সরকার।
মধ্যপ্রদেশের গোয়ালিয়রের (Gwalior) ১৭ বছরের এক নাবালক মদ্যপ অবস্থায় প্রতিবেশী পাঁচ বছরের এক নাবালিকার উপর নারকীয় অত্যাচার চালায়। প্রতিবেশীর একটি পরিত্যক্ত বাড়ির ছাদে এই অত্যাচার চালায় সে। চিকিৎসা পরীক্ষায় উঠে এসেছে, প্রথমে নাবালিকার মাথা বারবার দেওয়া ঠুকে দেয় নাবালক। তারপর পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে। নাবালিকার গোপনাঙ্গে (private part) ভয়ঙ্কর কামড় ও আঁচড়ে দাগ পেয়েছেন চিকিৎসকরা।
গোয়ালিয়রের শিবপুরির বাসিন্দা ওই নাবালিকা ২৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ হয়ে যায়। প্রায় দুঘণ্টা পরে তাকে রক্তের ভেজা অচৈতন্য অবস্থায় উদ্ধার করে গোয়ালিয়রের (Gwalior) কমলা রাজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে নাবালিকার বাঁচার কোনও আশা ছিল না। পরে তার গোপনাঙ্গে (private part) ২৮ টি সেলাই ও কোলোস্টমি (colostomy) করে বাঁচানোর চেষ্টা চালানো হয়।
ঘটনার জেরে প্রবল ক্ষোভের সঞ্চার হয় শিবপুরী এলাকায়। চাপে পড়ে নাবালককে দ্রুত গ্রেফতার করে পুলিশ। তাকে জুভেনাইল আদালতে (Juvenile Court) বিচারের জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় চাপের মুখে ডবল ইঞ্জিন সরকার দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের জন্য দ্বারস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
–
–
–
–
–
–





























































































































