ঘনিষ্ঠ বন্ধুকে মানসিক নির্যাতন করেছেন ‘আরআরআর’ (RRR) ছবির পরিচালক এসএস রাজামৌলি (SS Rajamouli)! সুইসাইড নোটে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শ্রীনিবাস রাও (Sreenivas Rao) নামে এক ব্যক্তি। নিজের জীবন শেষ করে ‘বাহুবলী’ পরিচালককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণ ভারতীয় বিনোদন জগতে (South Indian Entertainment Industry)যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।
ত্রিকোণ প্রেমের জেরে ঘনিষ্ঠ বন্ধুকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন রাজামৌলি। মৃত শ্রীনিবাস রাও এমন কথাই লিখে গেছেন তাঁর সুইসাইড নোটে। এক মহিলাকে কেন্দ্র করে যত গন্ডগোলের সূত্রপাত এবং তাঁর জন্য নাকি সেই ব্যক্তির জীবন নষ্ট করে দিয়েছেন পরিচালক। ৩৪ বছরের বন্ধুত্ব ত্রিকোণ প্রেমের জেরে শেষ! শ্রীনিবাস সুইসাইড নোটের সঙ্গে একটি ভিডিয়োতে বলেছেন, “আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনও উপায় নেই। ওর জন্যই ৫৫ বছর বয়সেও আমি একাকী থেকে গিয়েছি। ‘যমদোগনা’ ছবি পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করেছি। কিন্তু এক মহিলার জন্য আমার জীবন ও নষ্ট করে দিয়েছে।” নিজের বক্তব্যে এই “ও”সম্বোধন তিনি যে রাজামৌলিকে ইঙ্গিত করেই উল্লেখ করেছেন তা বলাইবাহুল্য। এমনকি, ‘বাহুবলী’ ছবির পরিচালক তাঁর উপর কালো জাদু করেছেন বলেও অভিযোগ শ্রীনিবাসের। দুজনেই এক মহিলার প্রেমে পড়েছিলেন কিন্তু বন্ধুত্বের কথা ভেবে পিছিয়ে এসো শেষ রক্ষা হলো না বলে অভিযোগ শ্রীনিবাসের। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
–
–
–
–
–
–
–
–
–





























































































































