আই প্যাকের সমালোচনা বন্ধ করুন। নেতাজি ইনডোরে তৃণমূলের সাধারণ সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, আই-প্যাককে নিয়ে এই সব উল্টোপাল্টা কথা বন্ধ করতে হবে। বিজেপির যদি পঞ্চাশটা এজেন্সি থাকে আমাদের তো একটা থাকবে। তারা ফিল্ড সার্ভে করবে। তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে।
নেত্রীর সাফ কথা, পিকের আই-প্যাক এটা নয়। ওরা অন্য জায়গায় কাজ করে। ওরা আবার একটা রাজনৈতিক দল করেছে।এটা একটা নতুন টিম। এদের কো-অপারেশন করতে হবে। এদের নামে উল্টোপাল্টা কথা বন্ধ করুন। আমাদের সবাই মিলে একসাথে কাজ করতে হবে।
আইপ্যাক মূলত সমীক্ষার কাজ ও প্রচার কৌশল নির্ধারনের কাজটা করবে। এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ও তারই ইঙ্গিত দিয়েছেন ও আই-প্যাকের সমীক্ষার কথা বলেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাংলায় বিজেপিরও দুটো এজেন্সি কাজ করছে। একটির নাম অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস এবং কোম্পানি ৩৬০ ডেটা। এরা ভোটার তালিকায় কারচুপির চেষ্টা ও ডেটা সংগ্রহের কাজ করছে, বলেন তৃণমূলনেত্রী। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশে বলেন, আমি শুধু কতগুলো উদাহরণ তুলে ধরলাম। বাদ বাকি কাজটা আপনাদের করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা না হলে ইলেকশনে যাওয়ার কোনও মানে হয় না। ভয় পাবেন না।
–
–
–
–
–
–
–





























































































































