মধ্যরাতে ভূমিকম্প অসমে, ক্ষয়ক্ষতির খবর নেই

0
4

বুধবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসম (Assam) সহ বিস্তীর্ণ এলাকা। কম্পনের (earthquake) মাত্রা মারাত্মক না হলেও ঘুমের মধ্যে কম্পন অনুভব হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় সিসমোলজি দফতর জানায় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ ম্যাগনিচিউট।

রাত ২.২৫ নাগাদ কেঁপে ওঠে মধ্য অসমের মরিগাঁও (Marigaon)। রাজধানী গুয়াহাটির (Guwahati)কাছে কম্পনের উৎসস্থল মরিগাঁও হওয়ায় মধ্যরাতে কম্পন অনুভূত হয় গুয়াহাটিতেও। তবে উৎস মাটি থেকে ১৬ কিমি ভিতরে হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়নি।

তবে শুধুমাত্র অসম (Assam) নয়, বুধবার রাতের ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ, ভুটান (Bhutan) ও চিনের একাংশেও। দুদিন আগেই ভূমিকম্প অনুভূত হয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। সেদিনও মাত্রা ছিল কাছাকাছি, ৫.১ ম্যাগনিচিউট। প্রভাব পড়েছিল বঙ্গোপসাগরেও। দুদিনের মধ্যে অসমে ফের ভূমিকম্পের আতঙ্ক।