বিতর্ক উঠতেই বাতিল করা হল কলকাতা পুরসভার (KMC) বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করা হয়েছে। অভিযোগ, কারও অনুমতি না নিয়েই ছুটির বিজ্ঞপ্তি জারি করেন ওই আধিকারিক। বিজ্ঞপ্তিতে ছিল, ঈদে দু-দিন ছুটি দেওয়া হলেও বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এমন কোনও সিদ্ধান্তই হয়নি। মেয়র জানান, “সরকারি ছুটি আমাদের ছুটি। এরকম কোনও সিদ্ধান্তই হয়নি।”
মঙ্গলবার সন্ধেয় পুরসভার শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “ঈদ উপলক্ষ্যে কলকাতা পুরসভা এলাকার অধীনে থাকা হিন্দি মিডিয়াম স্কুলগুলিতে ৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটি থাকবে। তবে, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় আলাদা করে কোনও ছুটি দেওয়া হবে না।“ ওই ছুটি ঈদের সঙ্গে বদল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর পরেই এই বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক ছড়ায়।
বিতর্ক ছড়াতেই তৎপর হয় পুরসভা (KMC)। বাতিল করা হয় আগের নোটিশ (Notice)। শোকজ করা হয় সংশ্লিষ্ট আধিকারিককে। শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানান, “রাজ্য সরকারের ছুটির তালিকা মেনেই কলকাতা পুরসভার ছুটি তালিকা তৈরি হয়। শিক্ষা বিভাগের ম্যানেজার কারও অনুমতি না নিয়ে নিজের মতো বিশ্বকর্মা পুজোর ছুটিতে ঈদের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। এটা এক্তিয়ার বর্হিভূত। ওই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।”
আরও খবর: ভুয়ো জাতি সংশাপত্র! ‘চিকিৎসক পড়ুয়া’র বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের
মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, “এরকম কোনও ছুটির বিজ্ঞপ্তি হয় না। সরকারি ছুটি আমাদের ছুটি, সরকারি ক্যালেন্ডারে যা ছুটি, সেটাই আমাদের ছুটি। সুতরাং এখানে আলাদা করে কোনও নোটিফিকেশন বানানোর কোনও মানেই হয় না। কমিশনারের কেন অনুমতি নেননি, সেটাও জিজ্ঞাসা করতে বলেছি। আমি বাংলায় সব সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। সেই কারণে আমরা সব ধর্ম উৎসবেই আমরা আনন্দ করি।”
–
–
–
–
–
–
–





























































































































