সিম ফেরৎ পেলেন না টালার প্রাক্তন ওসি, আদালতে আরজি কর মামলার তদন্তের রিপোর্টে পেশ CBI-এর

0
4

নির্দেশমত সোমবার শিয়ালদহ আদালতে অভয়া ধর্ষণ-খুনে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করল সিবিআই। সেই রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্পষ্ট জানিয়েছে, বাজেয়াপ্ত করা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম কার্ড তাঁরা এখনই ফেরত দেবে না। সিবিআই বলছে, মামলার তদন্তে ওই সিম কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সেটা এখনই ফেরত দেওয়া যাবে না।

এদিকে সোমবার আদালতে অভয়ার আইনজীবী জানান, সিবিআই তাঁদের সঙ্গে যোগাযোগ করছে না। তদন্তের অগ্রগতি জানতে পারছেন না বলে জানান নির্যাতিতার বাবা। এরপরই নির্যাতিতার বাবা-মায়ের দাবি উড়িয়ে সিবিআই জানায়, পুরো তদন্তের ব্যাপারে নির্যাতিতার পরিবারকে অবগত করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে ওই মামলায় শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে।

প্রসঙ্গত, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সঙ্গে সন্দীপ ঘোষের কি কথা হয়েছে সেটা জানতে চায় সিবিআই। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়। আর তার পরই টালা থানার প্রাক্তন ওসির সিম কার্ড বাজেয়াপ্ত করে সিবিআই।

আরও পড়ুন- ভিআইপির যাওয়ার জন্য সাধারণ মানুষকে আটকে রাখা যাবে না: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_