কাকে কড়া হুমকি অভিষেকের! ইনস্টা-স্টোরি নিয়ে চর্চা সব মহলে

0
3

আপাতত তিনি ব্যস্ত নিজের লোকসভা এলাকায় স্বাস্থ্য শিবির নিয়ে সেবাশ্রয় নিয়ে। তার মধ্যে লোকসভা অধিবেশনে উপস্থিত হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তবে, সোমবার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) নিয়ে শোরগোল। কারণ, সেখানে কড়া হুমকি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কাকে উদ্দেশ করে পোস্ট? তুমুল চর্চা সব মহলে।

কী লিখছেন অভিষেক?
লিখেছেন, “যিনি লড়াই করতে যান, তাঁকে প্রথমে মূল্য চোকাতে হয়”। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে চর্চা রাজনৈতিক মহলে। কাকে ইঙ্গিত করে এই পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক- প্রশ্ন সব মহলে। কারণ, আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলনের ডাক দিয়েছেন দলনেত্রী। তিনিই প্রধান বক্তা। বৃহস্পতিবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। থাকবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্যস্তরের নেতা-নেত্রীরা। ২৬-এর নির্বাচনের কী সুর বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিকে তাকিয়ে নেতা-কর্মীরা।

তার ঠিক আগে ইনস্টা-স্টোরিতে অভিষেকের (Abhishek Banerjee) এই ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তুমুল জল্পনা। এটা কি স্বগতোক্তি? যদি হয়, তাহলে কী মূল্য চুকিয়েছেন অভিষেক! আর যদি কারও উদ্দেশে হয়, তাহলে তিনি কে, যাঁকে লক্ষ্য করে এই কড়া বার্তা? এই নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে।