পাকিস্তানের বিরুদ্ধে ফের বিরাট ম্যাজিক । এদিন কোহলির ব্যাটিং-এর দাপটে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এই জয়ের সৌজন্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে টিকিট কার্যত নিশ্চিত করে ফেলল রোহিত শর্মার দল। টিম ইন্ডিয়ার পয়েন্ট ৪ । ভারতের এই সহজ জয়ে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, “আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে আমাদের ছেলেদের দুর্দান্ত জয়ে আমরা আনন্দিত। মর্যাদাপূর্ণ ম্যাচে ভারতকে বিশাল জয়ের জন্য অভিনন্দন!”
প্রসঙ্গত এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় রোহিত শর্মার দল। ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান পাকিস্তানের। ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে বিরাট । ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি । কাটালেন রানের খরা। তবে এই হারের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল আয়োজক দেশ পাকিস্তান।
আরও পড়ুন- ট্রাম্পের সমালোচনার জবাব দিলেন জেলেনস্কি
_
_
_
_
_
_
_





























































































































