আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ। দুবাইতে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। আর এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান পাকিস্তানের। পাকিস্তানের হয়ে ব্যাট হাতে সফল সৌদ শাকিল। এত রান করেন তিনি।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান পাকিস্তানের। তবে ম্যাচে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের । শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ২৩ রানে আউট হন বাবর আজম। বাবরকে আউট করেন হার্দিক পান্ডিয়া। এরপর আউট হন ইমান-উল-হক। কুলদীপ যাদবের বলে রান আউট হল ইমান। ইমানকে রান আউট করেন অক্ষর প্যাটেল। ইমান করেন ১০ রান। এরপর পাকিস্তানের রানের গতি এগিয়ে নিয়ে যান সৌদ শাকিল এবং রিজওয়ান। শাকিল করেন ৬২ রান। রিজওয়ান ৪৬ রান করেন তিনি। তায়াব তাহির করেন ৪ রান। ১৪ রান করেন নাসিম শাহ। ভারতের হয়ে তিনটি উইকেট কুলদীপ যাদবের । দুটি কউকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, হর্ষিত রানা এবং রবীন্দ্র জাদেজার ।
এদিকে এদিন দুবাইতে ভারতের ম্যাচ দেখতে আসেন যশপ্রীত বুমরাহ। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ। বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোট পান বুমরাহ। তারপর থেকে এনসিতে রিহ্যাবে আছেন তিনি।
আরও পড়ুন- পাঞ্জাবকে হারিয়ে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?
–
—
–
—
–
—
–
—
–





























































































































