স্বাস্থ্যক্ষেত্রে নবজোয়ার নারায়ণা হাসপাতালের: শহরে নতুন ১,১০০ বেডের হাসপাতাল

0
3

শহর কলকাতা থেকে শহরতলি। নারায়ণা হেলথ-এর (Narayana Health) চার হাসপাতাল ইতিমধ্যেই বহু মানুষের পাশে দাঁড়িয়েছে তাঁদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে। প্রাথমিক চিকিৎসা থেকে এমার্জেন্সি- যখনই মানুষ নারায়ণার হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য গিয়েছেন, নিশ্চিন্ত ও সুস্থ হয়েই ঘরে ফিরেছেন। আর এবার তাঁদের উদ্যোগ আরও বড়, আরও বিস্তৃত। নিউটাউনে (Newtown) এপর্যায়ের সবথেকে বড় স্বাস্থ্য পরিষেবা নিয়ে আসছে নারায়ণা হেলথ। বৃহস্পতিবারই তার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার নিউটাউনের হাসপাতালে থাকছে ১,১০০ বেডের রোগী পরিষেবার প্রতিশ্রুতি।

নিউটাউনে যে হাসপাতাল নারায়ণা হেলথ আনতে চলেছে তা এককথায় অভূতপূর্ব। ১০ লক্ষ স্কোয়্যার ফিট জায়গার উপর এই হাসপাতাল শুধুই বিপুল সংখ্যায় মানুষকে পরিষেবা দেবে না, সেখানে পাওয়া যাবে অত্যন্ত গুরুতর ও জটিল রোগের চিকিৎসা। ক্যান্সার (cancer) থেকে হৃদরোগ (cardiac sciences), অঙ্গ প্রতিস্থাপন (organ transplantation), স্নায়ুরোগসহ ক্রিটিকাল কেয়ারের (critical care) মতো পরিষেবা মিলবে সেখানে, জানাচ্ছেন নারায়ণা হেলথ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মুকুন্দপুর, হাওড়া, চুনাবতি ও বারাসাতের চার হাসপাতাল থেকে যে পরিষেবা পান বাংলার মানুষ, নিউটাউনের হাসাপাতলের সংযোজনে সেই পরিষেবা বেড়ে ২,৫০০ বেডের স্বাস্থ্য পরিষেবা হয়ে দাঁড়াবে।

নারায়ণা হেলথ-এর (Narayana Health) প্রতিষ্ঠাতা সম্পাদক ডাঃ দেবী শেঠির (Devi Prasad Shetty) কথায়, বহু বছর ধরে নারায়ণা হেলথ ভারতের বিভিন্ন শহরে মানুষকে স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে আসছে। নতুন এই হাসপাতাল সংযোজনের মূল উদ্দেশ্যই হল যাতে কলকাতার মানুষকে জটিল রোগের চিকিৎসায় অন্য মেট্রো শহরে ছুটে যেতে না হয়। এই উদ্যোগের শিলান্যাসে মুখ্যমন্ত্রীর অমূল্য সময় পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক।

নারায়ণা হেলথ-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডাঃ এমানুয়েল রুপার্টের (Dr. Emmanuel Rupert) কথায়, নিউটাউনের এই হাসপাতাল সংযোজনের মাধ্যমে পূর্বভারতের সর্ববৃহৎ স্বাস্থ্য পরিষেবাকে নতুন ভাবে তুলে ধরা সম্ভব হবে। এর ফলে এক ছাদের তলায় অত্যাধুনিক প্রযুক্তির ও বিশ্বমানের দক্ষতার সঙ্গে উৎকর্ষের শীর্ষব্যবস্থা তুলে ধরা সম্ভব হবে। আবার গ্রুপ সিওও আর ভেঙ্কটেশের (R Venkatesh) কথায়, স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সর্বগুণ সম্পন্ন পরিষেবা আর কোনও বিকল্প নয়, বাধ্যতামূলক হয়ে গিয়েছে। নিউটাউনের এই হাসপাতাল কলকাতার মানুষকে জটিল ও জরুরি অসুখে বিশ্বমানের পরিষেবা তুলে দিতে আমাদের সাহায্য করবে।