চিকিৎসা করাতে এসে শ্লীলতাহানির শিকার নাবালিকা! অভিযুক্ত ডাক্তারকে বেধড়ক মার স্থানীয়দের। মারধর করা হয়েছে ওই দাঁতের চিকিৎসকের সহকারী এক মহিলাকেও। নদীয়ার নাকাশীপাড়া থানার বেথুয়াডহরি এলাকার ঘটনা। ঘটনার পর অভিযুক্ত চিকিৎসককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত দাঁতের চিকিৎসকের নাম অলোক চাঁদ বিশ্বাস। তার বাড়ি কালিবাস এলাকায়। বৃহস্পতিবার বাবা মা’র সঙ্গে বছর তেরোর এক নাবালিকা দাঁতে ব্যথা নিয়ে ওই চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য যায়। সেখানেই তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনার পরই স্থানীয়রা ওই চিকিৎসক ও তার সহকারীকে ব্যাপক মারধর করে। পরে পুলিশ এসে ওই চিকিৎসককে গ্রেফতার করে।
আরও পড়ুন- কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে কেন্দ্র! অভিযোগ চন্দ্রিমার
_
_
_
_
_
_
_
_




























































































































