বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ের রির্সটে তরুণীকে গণধর্ষণের ঘটনায় আদালতে আত্মসমর্পণ করল অভিযুক্তরা। বুধবার আসানসোল আদালতে অভিযুক্ত চারজনই আত্মসমর্পণ করেন। প্রসঙ্গত দিন কয়েক আগে আসানসোলের এক তরুণী বেড়াতে গিয়ে বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ের এক রিসর্টে গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। এই ঘটনার পর নির্যাতিতার পরিবারের তরফে আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনায় পর অভিযুক্তরা বিহার ও ঝাড়খন্ডের বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছিল। অবশেষে এদিন অভিযুক্তরা আসানসোল আদালতে আত্মসমর্পণ করে। অভিযুক্তদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুন- ট্রাস্ট খোলার আগে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা! জেডিএফ-এর সাফাই-এর পাল্টা পিএফএ
_
_
_
_
_
_
_
_
_




























































































































