কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ান

0
2

কোচবিহারের গীতালদহ সীমান্ত এলাকায় উত্তেজনা, দুই বাংলার সীমান্তের জিরো পয়েন্ট (Zero Point)এলাকায় বাংলাদেশি দুষ্কৃতীর হামলায় জখম এক বিএসএফ জওয়ান (BSF Jawan)। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। ভারতীয় হরিদাসপুর খামার এলাকায় টহলহারি বিএসএফ জওয়ানরা বিক্ষিপ্তভাবে কিছু বাংলাদেশি দুষ্কৃতীদের দেখতে পেয়ে তাঁদের সরে যেতে বললে পাল্টা তাঁরা জওয়ানদের লক্ষ্য করে বাঁশের টুকরো,ইট ছুঁড়তে থাকেন। জখম সেনাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে আরও বিএসএফ জওয়ান ওই এলাকায় গিয়ে পৌঁছন। জওয়ানদের দেখে এলাকা থেকে পালিয়ে যান দুষ্কৃতীরা।

এই ঘটনার পর সীমান্তে সাময়িকভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় । বিক্ষোভ দেখাতে থাকেন দুই পাড়ের মানুষ। বিএসএফ ও বিজিবির জওয়ানরা সাধারণ বাসিন্দাদের জিরো পয়েন্ট থেকে সরিয়ে নিয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপাতত জখম বিএসএফ জওয়ানের চিকিৎসা চলছে।