অন্ধ্রপ্রদেশ জুড়ে বার্ড ফ্লু (Bird Flu) নিয়ে বাড়ছে আতঙ্ক। কিন্তু বাংলায় আপাতত উদ্বেগের কিছু নেই বলেই শুক্রবার জানিয়েছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। এদিন তিনি তাঁর বিভাগীয় অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য দফতর সঙ্গে আলোচনার পর জানান মুরগির মাংস এই মুহূর্তে বাংলায় স্বয়ংসম্পূর্ণ। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্ধ্রের তিন জেলা থেকে থেকে ডিম মুরগি আমদানিতে আগামী তিন মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।
শুধু অন্ধ্র নয় মহারাষ্ট্রের ছয় জেলা থেকেও বার্ড ফ্লু সংক্রমণের খবর মিলেছে। রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতর ইতিমধ্যেই সব পোল্ট্রি ফার্মগুলিকে সতর্ক করেছে। কোনও হাঁস বা মুরগির মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেলে সেই পোলট্রির তিন কিলোমিটারের মধ্যে নজরদারি বাড়াতে হবে। সরকারি যেসব খামার রয়েছে সেখানে প্রয়োজনীয় প্রতিষেধকের সঙ্গে কর্মীদের মুখে মাস্ক, হাতে গ্লাভস- সহ বিভিন্ন সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































