বিবাহিত মহিলার পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক না থাকলে সে প্রেম পরকীয়া হতে পারেনা- খোরপোশের মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাইকোর্টের (Madhya Pradesh High Court)। বিচারপতি জানান, কোনও শারীরিক সম্পর্ক না থাকলে স্রেফ প্রেমের সম্পর্ককে কোনওভাবেই পরকীয়া হিসাবে গণ্য করা যায় না। তাই সেক্ষেত্রে স্বামী তাঁর স্ত্রীকে খোরপোশ দেবেন এটাই স্বাভাবিক। সম্প্রতি মধ্যপ্রদেশের এক ব্যক্তি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের ‘অজুহাত’ দিয়ে ভরণপোষণের টাকা দিতে অস্বীকার করে মামলা করেছিলেন হাই কোর্টে। সেই শুনানিতেই এমন পর্যবেক্ষণ আদালতের।
বিচারপতি জিএস আলুওয়ালিয়া মামলা খারিজ করে দিয়ে বলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৪৪(৫) ধারা এবং ফৌজদারি দণ্ডবিধির ১২৫ (৪) ধারায় বলা হয়েছে, কেউ পরকীয়ায় লিপ্ত থাকলে ভরণপোষণের খরচ দিতে আপত্তি জানানো যেতে পারে। কিন্তু অন্য পুরুষের সঙ্গে বিবাহিত মহিলার শারীরিক সম্পর্ক না থাকলে তা পরকীয়া নয়। অতএব বর্তমান স্বামী খোরপোশ দিতে বাধ্য।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































