১) চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। সদ্য ঘোষণা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল। সেই দল থেকে বাদ পড়েছেন বুমরাহ। তার জায়গায় দলে এসছেন হর্ষিত রানা । আর দল থেকে বাদ পড়ার পর কোন কিছু না বললেও, অবশেষে প্রথম প্রতিক্রিয়া বুমরাহর।
২) আগামি শনিবার আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জোসে মোলিনার দল। আর দু’ম্যাচ জয় করলেই লিগ-শিল্ড পাকা বাগানের। এক্ষেত্রে পরপর দু’বার লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মোহনবাগানের সামনে। আর এই পরিস্থিতিতে সতর্ক মোহনবাগানের কোচ।
৩) বর্ডার-গাভাস্কর ট্রফিতে হারের পর টিম ইন্ডিয়ার ওপর একাধিক কড়া নিয়ম চালু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে না তাঁদের পরিবার। আর সূত্রের খবর, এই নিয়ম জারি হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই। জানা যাচ্ছে, শুধু দলের জন্য কয়েক জন রাঁধুনিকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে বোর্ড। যদিও তারা থাকবেন অন্য হোটেলে।
৪) রজত কুমারকে মনে আছে? ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঋষভ পন্থের প্রাণ বাঁচিয়ে ছিলেন তিনি। হয়েছিলেন হিরো। সেই রজতই এবার আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের চাপে নাকি নিজেকে শেষে করে দিতে চেয়েছিলে রজত। এমনটাই সূত্রের খবর।
৫) অবশেষের জল্পনার অবসান। বিরাট কোহলি নন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হলেন রজত পতিদার। এদিন এমনটাই জানান হল আরসিবির পক্ষ থেকে। জল্পনা ছিল এবছর হয়ত আবার অধিনায়ক হিসাবে ফিরতে চলেছেন বিরাট। কারণ ফ্যাফ ডুপ্লেসি সরিয়ে দেওয়া হয় অধিনায়কের থেকে। এমনকি ছেড়ে দেওয়া হয় দল থেকেও।
আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
–
—
–
—
–
—
–





























































































































