একের পর এক দুর্ঘটনার মুখে মহাকুম্ভের পুণ্যার্থীদের গাড়ি। এবার দুটি ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে (Madhyapradesh)। একটিতে মৃত্যু হল মহাকুম্ভ (Mahakumbh) ফেরত ৭ পুণ্যার্থীর। মঙ্গলবার মধ্যপ্রদেশের জব্বলপুর (Jabalpur) জেলার সিহোরার কাছে জাতীয় মহাসড়ক ৩০-এ এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গিয়েছে টেম্পো ট্রাভেলরটি।
নিহতরা অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) বাসিন্দা। দুর্ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খুঁজতে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনার খবর জানার পরেই জব্বলপুরের (Jabalpur) জেলাশাসক এবং এসপি ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
অন্যদিকে মাইহার জেলায় ৩০ নং জাতীয় সড়কের কাঞ্চনপুর গ্রামের কাছে আরও একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। জানা গিয়েছে, প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে ফেরার পথে যাত্রীরা ইন্দোর যাওয়ার পথে ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।
–
–
–
–
–
–
–
–





























































































































