বিদায় শীত! ফের বাড়ছে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

0
3

শীত চলে যাওয়ার পূর্বাভাস দিয়েও বসন্তের আগমনে দেরি। নতুন করে হিমেল হাওয়া আর তাপমাত্রার পতনে ফের একবার খুশি হয়েছিল কলকাতাবাসী। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে সেই আনন্দ ক্ষণস্থায়ী। এবার তাপমাত্রা (temperature) বাড়ার (increase) মধ্যে দিয়ে পাকাপাকিভাবে শীত চলে যাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যেভাবে তাপমাত্রার পতন হচ্ছে তা সোমবার পর্যন্ত জারি থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা হবে উর্ধ্বমুখী (increase)। সেইসঙ্গে থাকবে কুয়াশার (fog) দাপট। দক্ষিণের জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাপমাত্রা বাড়ার পূর্বাভাসের সঙ্গে সঙ্গে রয়েছে বৃষ্টির (rain) পূর্বাভাসও। তবে দক্ষিণে নয়, উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি থাকবে।