জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু ভারতের, প্রথম ম্যাচে ইংরেজদের হারাল ৪ উইকেটে

0
2

জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু ভারতের। এদিন ইংরেজদের হারাল ৪ উইকেটে। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট শুভমন গিলের। ৮৭ রান করেন তিনি। ব্যাট হাতে দাপট শ্রেয়স আইয়র এবং অক্ষর প্যাটেলের। অপরদিকে বল হাতে দাপট রবীন্দ্র জাদেজা এবং হর্ষিত রানার।

বিরাট কোহলিকে ছাড়াই এদিন ইংরেজদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামে টিম ইন্ডিয়া। ম্যাচে অভিষেক হয় যশস্বী জসওয়াল এবং হর্ষিত রানার। ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে ব্যাট করতে ধাক্কা খায় ইংরেজরা। ইংরেজদের অর্ধশতরান অধিনায়ক জস ব্যাটলার এবং জাকুব বেথেলের। বাটলার করেন ৫২ রান । জাকুব করেন ৫১। সল্ট করেন ৪৩ রান। ৩২ রান করেন ডুকেট। শূন্যরানে ফেরেন জ্যারি বুক। ৫ রান করেন লিভিংস্টোন। ভারতের হয়ে তিনটি করে উইকেট জাদেজা এবং রানার। একটি করে উইকেট মহম্মদ শামি, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। তবে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। এদিনও ব্যাটে রান পেলেন না রোহিত শর্মা। ২ রান করেন তিনি। ১৫ রান করেন অভিষেক হওয়া যশস্বী জসওয়াল। তবে এরপর টিম ইন্ডিয়ার রানের গতি এগিয়ে নিয়ে যান শুভমন। সঙ্গী থাকেন শ্রেয়স। ৮৭ রান করেন শুভমন। শ্রেয়স করেন ৫৯ রান। ৫২ রান করেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট সাকিব মামুদ, আদিল রাশিদের। একটি করে উইকেট জোফ্রা আর্চে এবং জাকোব বেথেলের।

আরও পড়ুন- অভিষেক ম্যাচেই নজির হর্ষিতের, কি রেকর্ড গড়লেন ভারতীয় বোলার ?