মহারাষ্ট্রে মহাপ্রসাদে বিষক্রিয়া! এক ধাক্কায় হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি ৩০০

0
3

নজিরবিহীন ঘটনা! খাবারে বিষক্রিয়ার জেরে এক ধাক্কায় অসুস্থ ৩০০ জন। প্রত্যেককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।জানা গিয়েছে, মঙ্গলবার পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরের শিবনাকওয়াড়ি গ্রামে একটি মেলাতে দুধ থেকে তৈরি হওয়া ক্ষীর ‘মহাপ্রসাদ’ হিসেবে পরিবেশন করা হয়েছিল। সেই খাবারে বিষক্রিয়ার ফলে কিছুক্ষনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন ৩০০ জনেরও বেশি মানুষ। পরিস্থিতি সামলাতে সকলকেই হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হয়। মঙ্গলবার রাত থেকেই যারা প্রসাদ খেয়েছিলেন সকলের বমি শুরু হয় এবং জ্বর আসে। বেগতিক দেখে হাসপাতালে ভর্তি করা হয় তাদের। এত মানুষকে হাসপাতালে জায়গা না দিতে পেরে অবশেষে গ্ৰামেই শুরু হয় চিকিৎসা।

শেষ পাওয়া খবর অনুযায়ী চিকিৎসকরা মনে করছেন মহাপ্রসাদে বিষক্রিয়ার ফলেই ৩০০ জন অসুস্থ হয়ে পড়েছেন। সকলেই মেলায় সেদিন ক্ষীর খেয়েছেন। মেলায় অনান্য খাবারের দোকানও ছিল। সেখান থেকেও সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ক্ষীরের নমুনা সংগ্রহ করে পুলিশের তরফে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট হবে। আপাতত হাসপাতালে ৫০ জনেরও বেশি মানুষ ভর্তি রয়েছেন। মেলা কর্তৃপক্ষকে এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বিষক্রিয়ার জেরেই এমন ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য আছে সেটাই জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকেরা।

আরও পড়ুন- বারাকপুর সেনা ক্যাম্পে পাক নাগরিক! পুলিশে দায়ের অভিযোগে গ্রেফতার ১

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_