আমেরিকায় বেআইনি ভাবে বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে নিয়ে অবশেষে অমৃতসরে পৌঁছল মার্কিন সেনাবাহিনীর বিমান৷ মার্কিন সেনার বিমানটি আজ, বুধবার বিকেলে অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় ৷ গতকাল আমেরিকার টেক্সাস থেকে এই বিমানটি রওনা দেয়৷ আজ সকালে অমৃতসরে পৌঁছনোর কথা ছিল তবে কয়েকঘণ্টা দেরিতে বিমানটি অমৃতসরে অবতরণ করে৷
অনুপ্রবেশকারী হিসেবে যাদের আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে তার মধ্যে সবথেকে বেশি মানুষ গুজরাত, হরিয়ানা এবং পঞ্জাবের বাসিন্দা ৷ এরপরেই সবথেকে বেশি সংখ্যক মানুষ গিয়েছেন মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশ থেকে৷ প্রত্যেককেই আমেরিকা থেকে হাতকড়া এবং পায়ে বেড়ি পরানো অবস্থায় বিমানে তোলা হয় ৷ সেই অবস্থাতেই বিমানে অমৃতসর পৌঁছন তাঁরা৷ যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পঞ্জাব পুলিশকে আগেই সতর্ক করা হয়। অমৃতসর বিমানবন্দরে এদিন আঁটসাঁট নিরাপত্তা ছিল। প্রথম দফায় এই ১০৪ জনকে পাঠানো হল ভারতে। এরপরে আমেরিকায় থাকা আরও অবৈধবাসী ভারতীয়দের পাঠানো হবে। আজ, বুধবার দুপুর ১টা ৫৯ মিনিট নাগাদ অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে মার্কিন সেনার বিমানটি। উপস্থিত ছিলেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা। নয়াদিল্লিতে এদিন মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) মঙ্গলবার জানিয়েছিলেন, রাজ্য সরকার ওই অবৈধবাসীদের বিমানবন্দরে গ্রহণ করবে। তাঁদের সাহায্যের জন্য একটি কাউন্টার খোলা হবে। পঞ্জাবের প্রবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী কুলদীপ সিংহ ঢালিওয়াল জানান তিনি পরের সপ্তাহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এই নিয়ে কথা বলবেন। তিনি মনে করছেন আমেরিকা সরকারের এই অবৈধবাসীদের বৈধ নাগরিকত্ব দেওয়া উচিত ছিল। ওই দেশের অর্থনীতিতে ভারতের অনেকটা অবদান রয়েছে। অনেক ভারতীয়ই আমেরিকায় কাজ করার বৈধ অনুমতি (ওয়ার্কিং ভিসা) নিয়ে গিয়েছিলেন। পরে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় অবৈধবাসী হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই সেখান থেকে অবৈধ বসবাসকারীদের নিজের দেশে ফেরত পাঠানোর বিষয়ে উদ্যোগী হন। অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করে ধরপাকড় শুরু করে আমেরিকার প্রশাসন। মঙ্গলবার অবৈধ বসবাসকারীদের ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু করে হোয়াইট হাউস।
–
–
–
–
–
–
–
–





























































































































