আসন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের নিরাপত্তায় বন দফতরকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিল রাজ্য সরকার। এই দুই বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ মঙ্গলবার নবান্ন থেকে সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, বন দফতর সহ সংশ্লিষ্ট দপ্তর এবং দুই বোর্ডের আধিকারিকদের সঙ্গে ভার্চূয়াল বৈঠক করেন। ডুয়ার্স সহ দক্ষিনবঙ্গের জঙ্গলমহলের যে সব এলাকায় বন্যপ্রানীদের আক্রমন করার আশংকা রয়েছে সেই সব এলাকায় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহনের জন্যে বন দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রয়োজনে পরীক্ষার্থীদের বন দফতরের গাড়িতে যাতায়াতের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।
কয়েক বছর আগেই হাতির আক্রমণে এক পরীক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটে উত্তরবঙ্গে। তারপর থেকেই বনদফতরের বিশেষ গাড়িতে পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করে রাজ্য সরকার। এবারও যাতে সেই পদক্ষেপ করা হয় তার জন্য বিশেষভাবে সতর্ক করা হয় জেলাশাসকদের। পাশাপাশি, পুলিশ সুপার তথা বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনারদের থেকে জেনে নেওয়া হয় পরীক্ষার প্রস্তুতির খুঁটিনাটি। এ ছাড়াও, জেলার আধিকারিকদের ও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে । পরীক্ষার্থীরা যেন যানজটমুক্ত হয়ে সহজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেই জন্যে রাস্তায় পর্যাপ্ত যানবাহন রাখার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রনে পুলিশকে জোর দিতে বলা হয়েছে। উল্লেখ্য আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও ৩রা মার্চ থেকে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ।
আরও পড়ুন- বিজেপির দাদাগিরি! সরকারি জমিতে দখল হটাতে গিয়ে হেনস্থার শিকার পুরপ্রধান সুপ্রকাশ
_
_
_
_
_
_
_
_
_




























































































































