রেলের কাজের জন্য ফের সমস্যায় নিতে যাত্রীরা। এবার শনি থেকে সোম (১ ফেব্রুয়ারি- ৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বাতিল থাকতে চলেছে শিয়ালদহ দক্ষিণ শাখার মোট ১০৮টি ট্রেন। কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন বাতিল (Train Cancel) রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
ট্রেন যাত্রায় সমস্যার কিছুতেই কাটছে না। কখনও হাওড়া ডিভিশনে আবার কখনও শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) ট্রেন বাতিল কিংবা রেলের কাজের খবর যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। অথচ এত কিছু করেও সঠিক টাইমে ট্রেনের গন্তব্যে পৌঁছানো কিংবা দুর্ঘটনা বন্ধ হওয়ার কোন নাম নেই। অর্থাৎ যাত্রী ভোগান্তি লেগেই রয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি রাত থেকে ৩ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত মোট ৫২ ঘণ্টায় শিয়ালদহ দক্ষিণ শাখায় কিছু ট্রেন বাতিল থাকবে। শনিবার ৫৯ টি ট্রেন বাতিল, রবিতে ৪৯টি। বইমেলা, সরস্বতী পুজোর মধ্যে কেন এভাবে ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে খুব বাড়ছে যাত্রীদের। অনেকের প্রশ্ন রেলের কাজ কি আদৌ কোনদিন শেষ হবে?
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































