রাতের ইএম বাইপাসে রোমহর্ষক ঘটনা। তরুণীর গাড়িকে ধাওয়া করে এসে ধারালো অস্ত্রের কোপে খুনের চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় NRS হাসপাতালে ভর্তি আক্রান্ত তরুণী নারকেলডাঙার বাসিন্দা রোফিয়া শাকিল। ঘটনায় তিনজনকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ (Police)। অভিযুক্তরা পার্ক স্ট্রিট সংলগ্ন কলিন লেনের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
আটক হওয়া তিনজনের মধ্যে একজন নাবালক। বাকি দুই অভিযুক্তের নাম ওয়াসিম আক্রম ও শাহজাদি ফারুখ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রোফিয়া একটি গাড়ি করে যাচ্ছিলেন। সেই গাড়িটি ধাওয়া করে এগিয়ে আসে ওয়াসিমদের গাড়ি। বাইপাস ধাবার কাছে সিগন্যালের কারণে গাড়ির গতি কমতেই অভিযুক্তদের গাড়ি পথ আটকায় তরুণীর গাড়ির। গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন রোফিয়া। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা-সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। রোফিয়াকে দ্রুত উদ্ধার করে এনআরএসে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই নাবালকের বাবার সঙ্গে রোফিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আটক হওয়া মহিলা ওই নাবালকের মা। নাবালকের বাবা ফারাক আনসারির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন- সর্বদল বৈঠকে মুখ পুড়ল সরকারের! এবার মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার শরিক দলের সাংসদরা
_
_
_
_
_
_
_
_



























































































































