ভয়ঙ্কর ঘটনা গেরুয়া রাজ্যে। গুয়াহাটিতে প্রতিবেশীর লালসার শিকার হলেন এক যুবতী। বাড়িতে ঢুকে যুবতীর দুই সন্তানের সামনেই ধর্ষণ ও তার মুখে, শরীরে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও যুবতীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। যদিও পলাতক অভিযুক্ত। অসমের কাছার জেলায় গত ২২ জানুয়ারি বছর তিরিশের ওই যুবতী তাঁর দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। প্রতিবেশী যুবকের সঙ্গে তার কোন কারণে বচসা শুরু হয়। এরপর ঝগড়ার মাঝেই অভিযুক্ত যুবক জোর করে যুবতীর ঘরে ঢুকে আসে এবং তার ওপর নৃশংস অত্যাচার চালায়।
যুবতীর স্বামী বিকেলে বাড়ি ফিরে দেখেন, স্ত্রী হাত-পা, মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তাঁর শরীরে অ্যাসিড এর মত কিছু ঢালা দেখলেও সেই সময় তিনি বুঝতে পারেন নি। তখনও যন্ত্রণায় ছটফট করছিলেন যুবতী। দ্রুত স্ত্রীকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যান সেই ব্যক্তি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী। তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক।
এদিন ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রতিবেশী। যদিও তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হবে। ধর্ষণ করা হয়েছে কি না সেটা তখনই বোঝা যাবে বলে পুলিশ সূত্রে খবর।
–
–
–
–
–
–
–
–