তাঁর চিন্তায়, মননে, সৃষ্টিতে মা-মাটি-মানুষ। সেই কারণেই এবার বইমেলায় সেই থিমই তিনি তৈরি করেছেন তৃণমূলের (TMC) মুখপত্র ‘জাগোবাংলা’র স্টলের জন্য। মঙ্গলবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চে একথা জানান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।
কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) বরাবর আকর্ষণীয় হয় ‘জাগোবাংলা’র স্টল। এবারও তার ব্যতিক্রম নয়। স্বয়ং তৃণমূল সুপ্রিমো সেই স্টলের থিম ঠিক করে দিয়েছেন মা-মাটি-মানুষ। মমতা জানান, আমাদের জাগোবাংলা স্টলের থিমটা আমার করে দেওয়া। মা-মাটি-মানুষ থিম। তার সঙ্গে রাখা হয়েছে মাটির বাড়ি ও সেখানে কুলুঙ্গি। তার মধ্যে বই রাখা হয়েছে। আগেকার দিনে যেমনটা থাকত। এ-ছাড়াও একটা অর্জুন গাছ রাখা হয়েছে। একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ পাওয়া যাবে জাগোবাংলা স্টলে ঢুকলেই। থিমটি যথাযথ রূপায়ণের জন্য শিল্পীদের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী।
এদিন বিকেলে জাগোবাংলা স্টলের উদ্বোধন করে পুরোটা ঘুরে দেখেন মমতা। তাঁর লেখা বই-সহ একাধিক বই দিয়ে সাজানো হয়েছে স্টল। সেখানে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সঙ্গে ছিলেন সাংসদ দোলা সেন যাঁর তত্ত্বাবধানে গড়ে উঠেছে এই স্টল। মুখ্যমন্ত্রীকে পুরোটা দেখিয়ে এক-একটি জিনিস ব্যাখ্যা করেন দোলা।
আরও পড়ুন- রাজ্যপালের অভিভাষণ দিয়ে ১২ ফেব্রুয়ারি শুরু রাজ্যের বাজেট অধিবেশন
প্রতি বছরের মতো এবারও প্রতিদিন বিকেল-সন্ধ্যায় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে জাগোবাংলা স্টলে। এবারও দলের সর্বস্তরের নেতা-মন্ত্রী-জনপ্রতিনিধি-সহ সাধারণ মানুষের ঢল নামবে জাগোবাংলার স্টলে।
_
_
_
_
_
_
_
_
_
_