ইনফোসিসের (Infosys) সহ-প্রতিষ্ঠাতা ক্রিস গোপালকৃষ্ণন, প্রাক্তন আইআইএসসি (IISc) ডিরেক্টর বলরাম-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল থানায়। এসসি-এসটি নৃশংসতা প্রতিরোধ আইনের অধীনে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ৭১তম সিটি সিভিল ও দায়রা আদালতের (সিসিএইচ) নির্দেশের ভিত্তিতে কর্ণাটকের (Karnataka) সদাশিব নগর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আদিবাসী বোভি সম্প্রদায়ের দুর্গাপ্পা তাদের বিরোধী অভিযোগ দায়ের করেন। এই দুর্গাপ্পা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা আইআইএসসি-র (IISc) প্রযুক্তি কেন্দ্রের একজন সদস্য ছিলেন। তাঁর দাবি, ২০১৪ সালে তাঁকে মিথ্যা মামলায় (false case) ফাঁসানো হয়েছিল এবং পরবর্তীকালে চাকরি থেকে বরখাস্ত (termination) করা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, তিনি জাতিগত বিদ্বেষ ও হুমকির শিকার হয়েছেন। এই মামলায় অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোবিন্দন রঙ্গরাজন, শ্রীধর ওয়ারিয়ার, সান্দ্য বিশ্বস্বরায়, হরি কে ভি এস, দাসাপ্পা, বলরাম পি, হেমলতা মহিশি, চট্টোপাধ্যায় কে, প্রদীপ ডি সাওকার এবং মনোহরন। এই অভিযোগ দায়েরের পর ক্রিস গোপালকৃষ্ণানের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য তিনি আইআইএসসি বোর্ড অফ ট্রাস্টির সদস্য হিসাবেও কাজ করেন।
–
–
–
–
–
–
–
–
–





























































































































