চেনা শীতের সুখের আমেজে কাঁচি। উল্টে রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী দুদিন জেলায় জেলায় ঘন কুয়াশা দাপট থাকবে। যদিও মঙ্গলবার ভোরেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রইল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। ভোর -রাতে শীতের আমেজ বেশ উপভোগ করার মতো। পুরুলিয়া- বাঁকুড়া জুড়ে দার্জিলিঙের মতো ঠান্ডা অনুভব করা যাচ্ছে। শৈল শহরেও জাকিয়ে বসেছে শীত। কিন্তু এই সুখ স্থায়ী হওয়ার নয়। পশ্চিমী ঝঞ্ঝা কারণে এবার সরস্বতী পুজোতে স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২০ ডিগ্রিতে!
চলতি মরশুমে শীত কি পাকাপাকি ভাবে বিদায়ের পথে? হাওয়া অফিস (Weather Department) বলছে বুধবার থেকে উত্তুরে হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ব্যাকফুটে শীত। রাজ্যজুড়ে সব জেলায় তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। এ দিন কলকাতার (Kolkata ) সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। মঙ্গল ও বুধবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































