হাইকোর্টে আরজি করের জোড়া মামলার শুনানি। সোমবার। উপস্থিত থাকবেন নির্যাতিতার মা – বাবা। শিয়ালদহ আদালতের রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে প্রথমে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সঞ্জয়ের ফাঁসির দাবি চেয়ে হাইকোর্টে তারাও। ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে এই আবেদন গ্রহণ করা হয়েছে, এবং আজ সোমবার এই জোড়া মামলার রয়েছে শুনানি।
আরজি করের ধর্ষণ খুনের মামলায় শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত করেছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। আর তারপরেই গত সোমবার তাকে যাব্বজীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে নির্যাতিতার মা বাবা থেকে শুরু করে আরজি করের(RG kar) তদন্তকারী দল সিবিআই এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই দাবি তুলেছিলেন এই মর্মান্তিক, নৃশংস ঘটনার জন্য ধৃত সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ড নয় সর্বোচ্চ সাজা ফাঁসি দেওয়া উচিত।
এমনকি সাজা ঘোষণার দিন আদালতে সিবিআইয়ের(cbi ) তরফ থেকে এই ঘটনাকে ‘ বিরলের চেয়ে বিরলতম ‘ উল্লেখ করে সঞ্জয়ের ফাঁসির দাবি করা হয়। যদিও বিচারপতি অনির্বাণ দাস সিবিআইয়ের এই মন্তব্যকে নস্যাৎ করে স্পষ্ট জানান, এই ঘটনা বিরলের চেয়ে বিরলতম নয়, দেশ এর চেয়েও বড় ঘটনার সাক্ষী থেকেছে। আর তারপরেই অভিযুক্ত সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ জারি করা হয়।
–
–
–
–
–
–
–
–
–





























































































































