রাস্তায় কোনওভাবেই যাত্রী হয়রানি(HJARASSMENT) বরদাস্ত করা হবে না। এই নিয়ে পরিবহন দফতরকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল। সেই মতোই বাস সার্ভিস বাড়ানোর জন্য ডিপো ম্যানেজার , ট্রাফিক ম্যানেজার সহ ডব্লিউবিটিসি, সিএটিসি, সিটিসি, সার্ফেসের আধিকারিকদের নিয়ে শুক্রবার ময়দান টেন্টে বৈঠক করলেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এবং দফতরের সচিব ডঃ সৌমিত্র মোহন। এদিনের বৈঠকে মূলত কিভাবে বাসের ট্রিপ আরও বাড়ানো যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও শহর কলকাতায়(KOLKATA) দেখা যায় অনেক সময় রেষারেষি করার জন্য নির্ধারিত বাসস্টপেও বাস দাঁড়ায় না। সে ক্ষেত্রে প্রত্যেকটি স্টপেজে থেকে যাত্রী তুলতে হবে বলে চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনওভাবেই রেষারেষি করে চলা যাবে না। বাসের গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। শহরে অযাচিত দুর্ঘটনা কোনওভাবেই কাম্য নয় বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন পরিবহন মন্ত্রী(TRANSPORT MINISTER)।
অনেক সময় অভিযোগ ওঠে কন্ডাক্টর বা চালকরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। বৈঠকে জানানো হয়েছে, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। মেট্রো লাইনগুলোকে লক্ষ্য রেখে বাসের অ্যালাইনমেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বলা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে বাস সার্ভিসকে হতে হবে যাত্রীকেন্দ্রিক। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবা দিতে হবে। এছাড়াও ড্রাইভার ও কন্ডাক্টরদের নিয়ে কাউন্সেলিং করার জন্য বৈঠক করার নির্দেশও দেওয়া হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































