সিবিআইয়ে আস্থা নেই মৃতার পরিবারের, আজ শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি

0
3

কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital)চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণার দুদিনের মাথায়, আজ বুধবার শীর্ষ আদালতে (Supreme Court)স্বতঃপ্রণোদিত এই মামলার শুনানি হতে চলেছে। ডিসেম্বরের শেষের দিকে শেষবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই শুনানি হয়েছিল। সেই সময় আদালত জানায়, জুনের তৃতীয় সপ্তাহে মামলাটি ফের শোনা হবে। তবে সূত্রের খবর, CBI তদন্তে অসন্তোষ প্রকাশ করে মৃত তরুণীর বাবা-মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই সংক্রান্ত শুনানি হবে। সুপ্রিম আদালত (SC ) সূত্রে খবর তালিকায় ৪২ নম্বরে রাখা হয়েছে আরজি কর (RG Kar Medical College and Hospital) মামলা।

শিয়ালদহ কোর্টের (Sealdah Court) রায়ে দোষী সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের সাজার পর প্রথমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে নিম্ন আদালতের শাস্তির প্রসঙ্গ ওঠে কিনা সেদিকে নজর থাকবে। এর পাশাপাশি আদালত কেন আরজি করের (RG Kar Medical College and Hospital) ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ অপরাধ হিসাবে গণ্য করল না তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjib Khanna) এবং বিচারপতি সঞ্জয় কুমারের (Sanjay Kumar) ডিভিশন বেঞ্চে সেসব প্রশ্নও উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এই মামলার তদন্তভার রয়েছে কেন্দ্রীয় সংস্থার হাতে। কিন্তু CBI-এর তদন্তে সন্তুষ্ট নন মৃতার বাবা-মা। সেই কারণেই আরও তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাঁরা। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় একা এই ঘটনায় যুক্ত নন। আরও কেউ কেউ এই নৃশংস ঘটনার নেপথ্যে আছেন। এই অভিযোগ নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আর জি করের মৃতার বাবা-মা। অভয়ার বাবার আশা, সুপ্রিম কোর্টই তাঁদের সঠিক রাস্তা দেখাবে। নতুন করে তদন্ত চাওয়া হয়নি। আরও তদন্ত চাওয়া হয়েছে, দাবি করেছেন তিনি । এদিকে নিম্ন আদালতের রায়ে অসন্তুষ্ট রাজ্য সরকার ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছে। বুধবার সেই মামলারও শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।