২০ দিন ধরে একটানা জনগণের পরিষেবায় নিয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। প্রথমে ডায়মন্ড হারবার এবং তারপর ফলতা বিধানসভা। চিকিৎসা পরিষেবা পেতে সাধারণ মানুষের আগ্রহ যেন পরিষেবা দেওয়ার উৎসাহকে প্রতিদিন নতুন করে বাড়িয়ে দিচ্ছে। সেবাশ্রয়ের কর্মসূচি যতই ছড়িয়ে পড়ছে, ততই আরও মানুষ যুক্ত হচ্ছেন। বিশেষত, এই শিবিরে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ এবং বিভিন্ন চিকিৎসা পরীক্ষাও সম্পূর্ণভাবে বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার ফলতায় সেবাশ্রয় শিবিরের দশম দিনে ২১ হাজার মানুষ পেলেন স্বাস্থ্য পরিষেবা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে সুস্বাস্থ্য শিবির চলছে সেখানে মঙ্গলবার দিনে উপস্থিতির সংখ্যা ছিল ২১,৪৮২ জন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২০৯২৯ জন মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে রেফার করা হয় রাজ্যের হাসপাতালে।
আরও পড়ুন- মেঘালয় দিবস: প্রত্যেক নাগরিককে উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ডাক অভিষেকের
ডায়মন্ড হারবার ও ফলতা মিলিয়ে মোট ২০ দিন পরিষেবা প্রদান করা হল। সেবাশ্রয়ের সূচনা থেকে এদিন পর্যন্ত ৪,৩২,৩৮৬ জন পরিষেবা পেলেন। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত আরও পাঁচটি বিধানসভা এলাকায় হবে এই শিবির। সেবাশ্রয় শিবিরের সফলতায় এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, যখন মানুষ একত্রিত হয় তখন অবিশ্বাস্য কিছু ঘটে!
_
_
_
_
_
_
_
_





























































































































