বেহালার পর্ণশ্রীর কাছে সাইকেল থেকে পড়ে গিয়ে গাড়ি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। তাঁর স্বামীও গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতলে (SSKM Hospital) ভর্তি। ঘাতক গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ (Parnasree Police Station)।
সোমবার অনেক রাতে কাজ সেরে স্বামীর সাইকেলে বাড়ি ফিরছিলেন প্রভাবতী গোন্দ নামে এক মহিলা। পর্ণশ্রীর কাছে একটি বেপরোয়া গাড়ি সাইকেলের পিছনে এসে যায়। পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে গাড়িটি ধাক্কা মারে সাইকেলে (cycle)। সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন দম্পতি। পরে মৃত্যু হয় প্রভাবতী গোন্দ নামের মহিলার।
–
–
–
–
–
–
–
–
–





























































































































