বারাকপুরের শপিংমলে অগ্নিকাণ্ড! ভস্মীভূত রেস্তোরাঁ

0
8

বারাকপুরের (Barrackpur) শপিংমলে (Shopping Mall) বিধ্বংসী আগুন। ভস্মীভূত রেস্তোরাঁ-সহ একাধিক তলা। মঙ্গলবার, বিকেলে বারাকপুরের (Barrackpur) স্টেশন রোড ঘোষপাড়া সংলগ্ন অতীন্দ্র সিনেমা হলের পাশের একটি ক্যাফেতে প্রথমে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন অতীন্দ্র সিনেমাহলের পাশের মাল্টিপ্লেক্সের একটি ক্যাফেটেরিয়াতে প্রথম আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের দোকানে। স্থানীয়েরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন।

অগ্নিকাণ্ডের জেরে শপিংমলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় যানজট দেখা দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পাড়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও সম্পূর্ণ নেভেনি আগুন। তবে, কী ভাবে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।