ঘৃণ্য অপরাধেও আমৃত্যু ফাঁসির সাজা। সোমবারই শিয়ালদহ আদালতে (Sealdah Court) সাজা ঘোষণার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন তিনি এই ঘোষণায় খুশি নন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়ে দেন রাজ্য এই রায়ের বিরোধিতায় হাইকোর্টে যাবে।
সেই মতো মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চায় রাজ্য। রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত অভিযুক্ত সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) সর্বোচ্চ ফাঁসির শাস্তির )capital punishment) আবেদন জানান আর জি কর মামলায়।
শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সোমবার সর্বোচ্চ শাস্তি হিসাবে ফাঁসির সাজা শোনানোর সুযোগ থাকলেও আমৃত্যু কারাদণ্ডের (lifetime imprisonment) সাজা শোনান। তাঁর যুক্তি ছিল, চোখের বদলে চোখ নীতিতে না গিয়ে সঞ্জয়ের মতো অপরাধীদেরও শোধরানোর সুযোগ দেওয়া প্রয়োজন। আর এখানেই মুখ্যমন্ত্রীর দাবি, এই ধরনের ঘৃণ্য অপরাধীদের যাবজ্জীবনের মতো সাজা দিলে তারা বেরিয়ে এসে আবার অপরাধ ঘটাতে পারে। সেরকম সম্ভাবনা প্রতিহত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মঙ্গলবার হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে মামলা দায়ের আবেদন জানালে আদালত মামলা দায়েরের অনুমতি দেয়।
–
–
–
–
–
–
–
–