হাওড়ায় বন্ধ রেল কারখানায় আগুন! ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন। দাউদাউ করে জ্বলছে আগুন। হাওড়া পুলিশ কমিশনারের অফিসের উল্টোদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর কাজ করেছেন দমকল থেকে স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই রেল কারখানা। কারখানার ভেতরেই সব যন্ত্রাংশ ইতিমধ্যেই টেন্ডার করে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে কারখানার ভেতরে কাজ চলাকালীন আগুন লেগে যায়। ভেতরে একাধিক গ্যাস সিলিন্ডার রয়েছে যেগুলো বিস্ফোরণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আরও দমকলের একাধিক ইঞ্জিনকে খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন- আর জি কর-কাণ্ড Rarest of Rare case, সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টে যাচ্ছে রাজ্য: মুখ্যমন্ত্রী
_
_
_
_
_
_
_
_
_
_



























































































































