মুর্শিদাবাদের ডোমকলে পুলিশের উপর হামলা ও চুরির অভিযোগে গ্রেফতার যুবককে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার আরও ১। ধৃতের নাম হাফিজুল শেখ। এই নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৫। কিন্তু এখনও অধরা মূল অভিযুক্ত রানা শেখ ওরফে সোহেল রানা।
প্রসঙ্গত, গোয়ালপোখরের পরই ডোমকলে পুলিশের উপর হামলা চালিয়ে সোনার গয়না চুরির আসামী রানা শেখকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, তাঁদের বাধা দিতে গিয়ে জখম হন এসআই রানাপ্রতাপ সেনগুপ্ত। পুলিশ এই ঘটনায় আগেই চার জনকে গ্রেফতার করে। তার পর খোঁজ শুরু হয় হাফিজুলের। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ডোমকল থানা এলাকার একটি জায়গায় তল্লাশি চালিয়ে হাফিজুলকে গ্রেফতার করে পুলিশ। এবার হাফিজুলকেও গ্রেফতার করা হল।
এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। নড়েচড়ে বসছে জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্তকে ধরতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি তাকে ধরা হবে বলে জানিয়েছে পুুলিশ।
আরও পড়ুন- নিয়ম ভেঙেই বিল পাস! সংসদীয় ক্যালেন্ডার তৈরির দাবি তৃণমূলের
_
_
_
_
_
_
_
_