পুলিশি তদন্তের সময় সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছিল সইফ আলি খানকে হামলা করা দুষ্কৃতীর! সইফের বহুতলের আবাসনের আপদকালীন সিঁড়ি দিয়ে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল সেই ছবি! তারপর থেকেই গোটা মুম্বই জুড়ে প্রায় চিরুনিতল্লাশি শুরু করেছিল মুম্বই পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল সইফের উপর হামলার অন্যতম আততায়ী। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় খানিক ইতস্তত করেই প্ল্যাটফর্মের এদিক ওদিক সে ঘুরে বেড়াচ্ছিল। এই মুহূর্তে আক্রমণকারীকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রের জানা গিয়েছে, সইফের উপর হামলা করার পর আততায়ী এদিন ভোরের প্রথম ট্রেন ধরে ভাসাই বিহারে হাজির হয়েছিল। তারপরেই হামলাকারীর খোঁজে পুলিশ ভাসাই এবং নালাসোপাড়াতেও কড়া তল্লাশি অভিযান চালাচ্ছিল। ইতিমধ্যেই পুলিশ ২০টি দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে।
বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে হামলা করে দুষ্কৃতীরা। তাদের সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময় সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে। পুলিশের দাবি, সইফকে একাধিকবার কোপায় দুষ্কৃতী। তার পর সে পালায়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি।
–
–
–
–
–
–
–
–