আর জি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়: সাজা ঘোষণা সোমবার

0
3

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার সঞ্জয় রায়কেই আর জি কর খুন ও ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত (conviction) করল শিয়ালদহ জেলা দায়রা আদালতের (Sealdah Court) বিচারক অনির্বাণ দাস। সিবিআই-এর (CBI) তদন্তের ভিত্তিতে রায় ঘোষণা করেন বিচারক। সোমবার সাজা ঘোষণা হবে এই মামলার। তখনই বোঝা যাবে সর্বোচ্চ শাস্তি হবে কি না জঘন্য অপরাধের। যদিও এই মামলায় সর্বোচ্চ শাস্তির সম্ভাবনার কথাও শনিবার আদালতে জানান বিচারক। যদিও এদিনও সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করে।

শনিবার সকাল থেকে শিয়ালদহ আদালত চত্বরের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রাখে কলকাতা পুলিশ (Kolkata Police)। ত্রিস্তর নিরাপত্তার মধ্যে দিয়ে বেলা ১টা নাগাদ আদালতে প্রিজন ভ্যানে (prison van) এসে পৌঁছায় সঞ্জয় (Sanjay Ray)। বেলা ২.১৫ নাগাদ বিচারক অনির্বান দাসের এজলাসে শুরু হয় এই মামলার রায়দান প্রক্রিয়া। বিচারক আর জি কর মামলার ঘটনা বিবরণী পড়ে শোনান। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সঞ্জয়ের ডিএনএ নমুনা পাওয়া গিয়েছিল ঘটনাস্থলে। এরপরই বিচারক জানান সব দিক থেকে দোষী সাব্যস্ত (conviction) সঞ্জয় রায়ই। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৪, ৬৬ ও ১০৩(ক) ধারায় দোষী সাব্যস্ত করা হয় তাকে।

বিএনএস-এর (BNS) ৬৪ ধারা অনুযায়ী ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়ই। সেই সঙ্গে বিএনএস-এর ৬৬ ধারা অনুযায়ী ধর্ষণের সময় গুরুতর আঘাতের কারণে মৃত্যুর দোষীও সঞ্জয়। আবার বিএনএস-এর ১০৩ (ক) ধারা অনুযায়ী খুনেও অভিযুক্ত সে। বিচারক তাকে দোষী সাব্যস্ত করার পরই নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করে সঞ্জয় (Sanjay Ray)। বিচারক তার কথা শুনে জানান, সোমবার তার কথা শোনা হবে। সেই সঙ্গে জানান, এই অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি (capital punishment) হতে পারে। সোমবার বেলা ১২.৩০ মিনিটে সেই সাজা (punishment) শোনাবেন বিচারক।