বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করলো বান্দ্রা পুলিশ (Bandra Police)। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার পর ওই এলাকার স্টেশন চত্বর থেকে শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়েছে বলে খবর। পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সূত্রের খবর, ছোটে নবাবের স্বাস্থ্যের উন্নতির আপডেট অনুযায়ী তাঁর বয়ান নেওয়ার ভাবনা চিন্তা করছে পুলিশের।
সন্দেহভাজনের নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি। গত ১৪ জানুয়ারি শাহরুখ খানের (SRK) বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করা ব্যক্তি এবং এই আটক ব্যক্তি – দুজনেই এক কিনা তা মিলিয়ে দেখা হচ্ছে। অভিনেতার বাড়ির আপৎকালীন সিঁড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে তার সঙ্গে এই সন্দেহভাজনের চেহারার সাদৃশ্য পাওয়া গেছে। তিনি একাই কাণ্ড ঘটিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনও চক্র রয়েছে তার তদন্ত শুরু হয়েছে।সইফের উপর আক্রমণের কয়েক ঘণ্টা পর বান্দ্রা স্টেশনে দেখা যায় হামলাকারীকে। মুম্বাই পুলিশের ৩৫ টি দল মিলে অভিযুক্তের সন্ধান চালাতে শুরু করে। এই ঘটনার আগে শাহরুখ খানের মন্নতের রেইকি করার ছক কষা হয়েছিল কিনা সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে।
–
–
–
–
–
–
–
–
–





























































































































