বাঘের আতঙ্ক কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না কুলতলিবাসী। জিনাত জুজু থেকেই লোকালয়ে বাঘের আগমনের খবর শিরোনামে জায়গা করে নিয়েছিল। বন দফতরের (Forest Department) প্রচেষ্টা এবং পরিশ্রমে সেই বাঘিনীকে অবশ্য নিজের ডেরায় ফিরিয়ে দেওয়া গেছে। কিন্তু তারপর থেকেই বারবার কুলতলিতে (Kultali ) দক্ষিণরায়ের আনাগোনা দেখা যাচ্ছে। শুক্রবার সকাল থেকে নতুন করে আতঙ্কে নগেনাবাদ এলাকার পাইকপাড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। জোড়া বাঘের গর্জন শোনা গেছে বলে দাবি একাংশের।
জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই (৬ জানুয়ারি) মৈপীঠ এলাকায় ডোরাকাটার আনাগোনা শুরু হয়।দিনদুয়েক পর নদীর পাড়ে মেলে বাঘের পায়ের ছাপ। ফের প্রত্যাবর্তন। তৎক্ষণাৎ পদক্ষেপ করেন কর্মীরা।ফেন্সিং জোরদার করা হয়। পালিয়ে যায় বাঘ। শুক্রবার সকালে ফের সেই বাঘের আতঙ্ক। দু সপ্তাহে এই নিয়ে ছবার। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে বনদফতরের তরফে স্টিলের জাল দিয়ে প্রায় ৩০০ মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল ও নদীর পাড়ের একদিক ঘেরার কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে সেখানেই দক্ষিণরায়ের পায়ের ছাপ দেখা যায়। অনুমান, একটি নয় এবার দুটি বাঘ ঘোরাফেরা করছে। বাসিন্দাদের একাংশ বলছেন, ভোররাতে বাঘের গর্জন শুনে বাড়ছে আতঙ্ক।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































