কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের হাসির চওড়া হল। বৃহস্পতিবার, অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet)। শীঘ্রই কমিটির চেয়ারম্যান এবং দুই সদস্যকে নিয়োগ করা হবে বলে জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় পে কমিশন (Pay Commission)। ফলে এই ঘোষণার পরেই খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারের কর্মচারী মহলে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমান ন্যূনতম মূল বেতন (Basic Pay) মাসিক ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে এই টাকার অঙ্ক ধার্য হয়। ষষ্ঠ কমিশনে সেই অঙ্ক ছিল সাত হাজার টাকা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কর্মচারীদের বেতন কাঠামো ২০১৬ সাল থেকে কার্যকর হয়। ২০২৬ পর্যন্ত তার মেয়াদ। সপ্তম বেতন কমিশন নির্ধারিত বেতন কাঠামোর মেয়াদ শেষের আগেই অষ্টম কমিশনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
অশ্বিনী জানান, অষ্টম বেতন কমিশনের (Pay Commission) সুপারিশ যাতে ২০২৬ থেকে কার্যকর করা যায়, সেই লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলির সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অশ্বিনী।
আগামী মাসেই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার সম্ভাবনা। তার আগেই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হল। কবে কমিশন গঠিত হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি মন্ত্রী।
–
–
–
–
–
–
–