আয়ারল্যান্ডের মেয়েরা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে এসেছে ভারতে (Ireland Women tour of India 2024-25)। শুক্রবার রাজকোটে হয়ে গেল সিরিজের প্রথম ওডিআই। আর এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ইতিহাস লিখলেন স্মৃতি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ভারতীয় মহিলা হিসেবে মাইলস্টোন তৈরি করলেন তারকা ক্রিকেটার। এদিন টস জিতে আইরিশরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৮ রান তুলেছিল। আয়ারল্যান্ডের দলনেত্রী লুইস ওপেন করতে নেমে ১২৯ বলে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। ছয়ে নেমে লি পল ৭৩ বলে ৫৯ রান করেছিলেন। এই দুই ব্যাটারের সুবাদে আয়ারল্যান্ড এই রান তুলতে সক্ষম হয়েছিল। তারা ছাড়া আটে নামা আরলেন কেলি ২০-র গণ্ডি টপকাতে পেরেছিলেন। জবাবে ভারত ৩৫ ওভারের ভিতরেই জয়ের রান তুলে নেন। স্মৃতি ওপেন করতে নেমেছিলেন স্মৃতি ২৯ বলে ৪১ রান করেছেন। ম্যাচের সেরা প্রতীকা করেন ৯৬ বলে ৮৯ রান। তিনে নেমে হরলিন দেওল (২০), চারে নেমে জেমিমা রডরিগেজ (৯) দ্রুত ফিরে যান। পাঁচে নেমে তেজাল হাসাবনিস ৪৬ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন।
স্মৃতি কেরিয়ারের ৯৫ নম্বর ওডিআই ম্যাচে এসেই করে ফেললেন ৪০০০ রান। ১০০-রও কম ইনিংসে এই নজির গড়লেন স্মৃতি। ভারতের দ্রুততম মহিলা হিসেবে এই ঐতিহাসিক রেকর্ড গড়লেন তিনি। সার্বিক ভাবে তৃতীয় দ্রুততম হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন স্মৃতি। বিশ্বের ১৫ নম্বর মহিলা ক্রিকেটার হিসেবে স্মৃতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রান করলেন। মিতালি রাজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখালেন স্মৃতি।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































