আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল নির্যাতিতার পরিবার। সেইমতো সিবিআইয়ের হাতেই তদন্তভার তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে অনাস্থা প্রকাশ করে এবার সুপ্রিম কোর্টে নির্যাতিতার (অভয়া) বাবা-মা। তাঁরা জানিয়েছেন, সিবিআই তদন্তে ভরসা নেই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত বলে আদালতে দাবি করতেই দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের অভিযোগ, সঠিক পথে তদন্ত হচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িত রয়েছে অনেকে। নির্যাতিতার বাবা-মায়ের হয়ে মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































