স্বাধীন ভারতের প্রথম মহাকুম্ভে (Mahakumbh Mela) ভক্তি ভরে ডুব দিয়ে ফেরার পথে বাসে জীবন্ত দগ্ধ হয়ে মৃত এক পুণ্যার্থী। উত্তরপ্রদেশের আর এক তীর্থক্ষেত্র মথুরার বৃন্দাবনে মঙ্গলবার এই দুর্ঘটনার খবর মিলেছে। প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নানের পর ৫০ জন যাত্রীকে নিয়ে তেলেঙ্গানায় ফিরছিল বাসটি। আচমবাই রাস্তায় কোনও ভাবে বাসে অগ্নিসংযোগ ঘটে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ৪৯ জনকে বাঁচানো গেলেও, ষাট বছরের বছরের এক বৃদ্ধ জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। মৃত পুণ্যার্থীর নাম শীলম দ্রুপথ (Shilam Drupath)। তিনি তেলেঙ্গানার নির্মল জেলার পালসি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বাসে আগুন লাগার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল কর্মীরা। দাউ দাউ করে জ্বলতে থাকা বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়। কার্যত কপাল জোরে প্রাণে বেঁচে যান বাসের বাকি ৪৯ জন পুণ্যার্থী। আগুন নেভানোর পর ভেতর থেকে শীলম দ্রুপথের দগ্ধ দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পাশে যখন অগ্নিসংযোগ ঘটে তখন ওই যাত্রী পিছনে সিটে বসে ধূমপান করছিলেন। আর বাকিরা মন্দির দর্শনে গেছিলেন। তামাকজাত দ্রব্য থেকেই কোনভাবে আগুন লেগে দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। তদন্তে নেমেছে পুলিশ।
–
–
–
–
–
–
–
–
–





























































































































